ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গুলি বর্ষন করে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী আখলাখুর রহমান রিপন(৫৫)কে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২ এর আভিযানিক দল।
আজ ৭ অক্টোবর’২৪ রাতে ঈশ্বরদী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়া গ্রামের মৃত আজিজুর রহমান এর ছেলে।
আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত রিপনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১২,সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গোলাম মোর্ত্তুজা জানিয়েছেন।