ঈশ্বরদীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদ দাতা।। আজ ১৫ এপ্রিল সন্ধ্যা ৭ টায় ঈশ্বরদীর পাকশী রেলওয়ে এমএস কলোনীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ জন নিহত হয়েছে।
এরা হলো পাকশী হঠাৎ পাড়ার ফজল মাতবরের ছেলে আয়নুল হক( ৪০) ও এম এস কলোনির ফাতেমা খাতুন (৬৫)।
জানাগেছে, এমএস কলোনীতে অটোরিকশা চার্জ দেয়ার জন্য আয়নুল ফাতেমার গ্যারেজে যায়। সেখানে চার্জ দেয়ার সময় অসাবধানতাবসত ২ জনই বিদ্যুৎ এর তারে জড়িয়ে ঘটনাস্হলেই তারা মৃত্যু বরন করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।