ঈশ্বরদীতে বিএনপি নেতা বীরু মোল্লা হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার
ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি।। পাবনার ঈশ্বরদীতে জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে নিহত বিএনপি নেতা বিরু মোল্লা হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. জহুরুল মোল্লা (৫২) কে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার (২২ ডিসেম্বর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মুল-হোতা জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে জহুরুল মোল্লা ও তার লোকজন তার আপন চাচাতো ভাই বীরু মোল্লাকে গুলি করে হত্যা করে।
এব্যাপারে ঈশ্বরদী থানায় জহুরুল মোল্লাকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে র্যাব পলাতক খুনি জহুরুল মোল্লাকে গোপন সংবাদের ভিত্তিতে আজ গ্রেফতার করতে সক্ষম হয়।
নিহত বীরু মোল্লা লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপি(হাবিব গ্রুপ)র আহবায়ক ছিলেন। গ্রেফতারকৃত আসামী জহুরুল মোল্লাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী,পাবনা।