ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত
ঈশ্বরদী প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ৪ সেপ্টেম্বর’২৫ বিকেলে ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ন্যাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী আলহাজ্ব টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে পথ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, একটি মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না।
হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে বিরাজমান বিএনপির দীর্ঘদিনের অভ্যন্তরিন কোন্দল ও মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার আহবান জানান।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ বিপুল ভাবে বিজয়ী হবে। পাবনার ৫ টি আসনে আগামী নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। বেহেশতের লোভ দেখিয়ে কাউকে বিভ্রান্ত করা যাবে না।
বর্ন্যাঢ্য র্যালী ও পথসভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।