ঈশ্বরদীতে বক পাখী ধরতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদদাতা।।
ঈশ্বরদীতে বন্ধুদের সাথে পুকুরে ভাসমান বক পাখী ধরতে গিয়ে পানিতে ডুবে রিফাত রোহান তুহিন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ বুধবার(২৩ অক্টোবর) দুপুরের দিকে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের মেরিনপাড়া এলাকায় ।
মৃত তুহিন ওই এলাকার জালাল শেখের ছেলে এবং পাবনা টেক্সটাইল কলেজের প্রথম বর্ষের ছাত্র ও ঈশ্বরদী ইপিজেড এর একটি পোশাক কোম্পানির শ্রমিক।
জানাগেছে , তুহিন এলাকার কয়েকজন বন্ধুদের সাথে বক পাখি ধরা ও গোসল করার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে পার্শবর্তী পুকুরের যায়। পুকুরে নেমে গোসলের এক পর্যায়ে পানিতে ভাসা বক পাখি ধরার জন্য পুকুরের মাঝখানে গেলে পানিতে তলিয়ে নিখোঁজ হয়।ঘটনাটি জানাজানি হলে এলাকার কয়েকজনের সহযোগিতায় প্রায় এক ঘন্টা পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে তুহিনের অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।