ঈশ্বরদীতে প্রবল বর্ষনে ধ্বসে পড়া ৪০টি কবর সুরক্ষিত করলো এলাকাবাসী
স্টাফ রিপোর্টার।। গত তিন দিনের একটানা প্রবল বর্ষনের কারনে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদপাড়া কেন্দ্রীয় গোরস্থানের প্রায় ৪০ টি কবর ধ্বসে পড়ে।
আজ সোমবার(১৬ সেপ্টেম্বর’২৪) বিকেলে নতুন এবং পুরাতন কবর গুলো ধ্বসে পড়ার দৃশ্য এলাকাবাসীর দৃষ্টিগোচর হয়।
পরে সম্মিলিত ভাবে তারা নিজ উদ্যোগে কবরগুলোকে মাটি দিয়ে সুরক্ষিত করে।
জানাগেছে, উল্লেখিত এলাকার মো: মোস্তফা কামাল, মো: মাসুদ রানা ও হাসান ইসলাম গোরস্থান সংলগ্ন রাস্তা দিয়ে যাবার সময় কবর ধ্বসে পড়ার দৃশ্য নজরে আসে। তারপর বিষয়টি এলাকার মানুষকে জানালে সম্মিলিত ভাবে তারা এসে কবরগুলোকে মাটি ভরাট করে সুরক্ষিত করে। তাদের এই মহতি কর্ম কান্ড এলাকার মানুষের কাছে প্রশংসিত হয়।