ঈশ্বরদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-৩
——-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও ৩জন আহত হয়েছে। নিহতরা হলো পাবনার টেবুনিয়া বড়মাটিয়া এলাকার খোকন প্রামাণিকের ছেলে সবুজ মিয়া (৩৫) ও ঈশ্বরদীর আরামবাড়িয়া কুন্ডুপাড়ার পিজুশ কুন্ডুর ছেলে স্বগত কুন্ডু দ্বিব্য (২০)।
আহতরা হলো ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্টপুর গ্রামের বাবু মিয়া (৩০), একই উপজেলার চুকায় গ্রামের মোঃ শিমুলের ছেলে নাজমুল হক (৩০) ও মুন্সিগঞ্জের গজারিয়া গ্রামের ওহেদ মিয়ার ছেলে আশরাফুল (৩৫)।
দূর্ঘটনা দুটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর’২৫) সকাল সাড়ে ৬টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের হারুখালির মাঠে ও দুপুর আনুমানিক সোয়া ২টায় ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের গোপালপুর নামক স্থানে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও থানা সূত্রে জানা গেছে, উল্লেখিত সময় ও স্থানে প্রথম দূর্ঘটনাটি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই ট্রাক চালক সবুজ মিয়া নিহত হয় এবং উভয় ট্রাকে থাকা উল্লেখিত ব্যক্তিরা আহত হয়। সংবাদ পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম’র নেতৃত্বে একদল কর্মী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং নিহত সবুজ মিয়ার লাশ পুলিশের হাতে সোপর্দ করে।
অন্যদিকে, দুপুর আনুমানিক সোয়া ২টায় উল্লেখিত স্থানে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বগত কুন্ডু দ্বিব্য ঘটনাস্থলেই নিহত হয়। সে নিজ বাড়ি থেকে ঈশ্বরদী অভিমুখে যাওয়ার সময় রাজশাহীগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
পরিবারের নিকট দ্বিব্যর লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে বিজয়া দশমীর দিনে এমন মর্মান্তিক দূর্ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।