ঈশ্বরদীতে পৃথকভাবে ২ জনের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার ।। ঈশ্বরদীতে পৃথক পৃথক ঘটনায় মৃত ২ জনের লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
এদের একজনের নাম মোঃ আকমল হোসেন(৫২)।সে ঠাকুর গাঁও জেলার পীরগন্জ উপজেলার বথ পালিগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দোভাষী ও ঈশ্বরদী শহরের দড়িনারীচা থানা পাড়ার আব্দুল্লাহ আল মামুন এর ভাড়াটিয়া। মৃত আকমলের মৃতদেহ গলায় গামছা বেঁধে ফেনের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ ভাড়াকরা বাসা থেকে আজ ১৭ নভেম্বর’২৪ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উদ্ধার করে। আকমল আত্মহত্যা করেছে নাকি কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে তা কেউ বলতে পারছে না।
মৃত অপর জন হলো সুফিয়া বেগম (৬৫)। সে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের ছাইদার প্রামাণিকের স্ত্রী। পারিবারিক কলহের কারণে সে বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে বিষয়টি অনেকেই সন্দেহের চোখে দেখছে। ঈশ্বরদী থানা পুলিশ আজ সকালে তার লাশ থানায় নিয়ে এসেছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মৃত দুইজনের লাশই ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে আপাতত পৃথকভাবে ২ টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।