ঈশ্বরদীতে নিখোঁজ যুবকের চুয়াডাঙ্গায় লাশ উদ্ধার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড খয়েরবাড়িয়া গ্রামের আবুল হোসনের ছেলে মোঃ শরিফ (৪২) এর লাশ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা থানা পুলিশ।
রবিবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বর্তমানে তা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শরিফ গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার এএসআই রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।