ঈশ্বরদীতে নবাগত ইউএনও’র যোগদান
স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদী উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান সাকি যোগদান করেছেন।
আজ ১১ ডিসেম্বর’২৫ তিনি যোগদান ও বিদায়ী ইউএনও মোঃ মনিরুজ্জামান এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।
এর আগে তিনি উপজেলায় এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদায়ী ইউএনও মো. মনিরুজ্জামান,সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এদিকে নবাগত ইউএনওকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক ও ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা। তিনি
শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করে আশাবাদ ব্যক্ত করেন যে, নবাগত ইউএনও’র সুচিন্তিত ও বিজ্ঞচিত দায়িত্ব পালনে ঈশ্বরদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক উন্নয়ন সাধিত হবে।