ঈশ্বরদীতে দূর্বৃত্তের গুলি ও অস্ত্রাঘাতে মনা হত্যা মামলার চার্জশিট ভুক্ত প্রধান আসামী যুবলীগ কর্মী মানিক নিহত
——
স্টাফ রিপোর্টার ।। আজ ১৮ নভেম্বর’২৪ সকাল সাড়ে ৮ টার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামে এক যুবলীগ কর্মী দূর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে। সে ওই এলাকার ইউনুস আলীর ছেলে এবং পাকশী ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর ছোট জামাতা। থানা, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের সক্রিয় কর্মী মানিক ২০২৩ সালের ১৭ জুন ছাত্রলীগ কর্মী তাফসির আহমদ মনা হত্যা মামলার চার্জশিট ভুক্ত প্রধান আসামী। গত প্রায় ২০ দিন আগে হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত হয়ে জেলখানা থেকে বের হয়ে বাড়িতে এসেছিলো। আজ উল্লেখিত মামলার হাজিরার তারিখ ছিলো আদালতে। তাই সকালে পাবনা আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রাস্তায় ওঠার পরপরই একদল দূর্বৃত্ত ঘিরে ধরে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এরপর সে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং নিহতের লাশ থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করে। এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, নিহত মানিক মনা হত্যা মামলার চার্জশিট ভুক্ত প্রধান আসামি। মানিকের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে। এই সংবাদ লিখা পর্যন্ত এই হত্যা কান্ডের ব্যাপারে থানায় কোন অভিযোগ বা এজাহার দেয়া হয়নি। এজাহার পেলে হত্যাকান্ডের বিষয়ে বিষদ জানা যাবে এবং পুলিশি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।