ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব ও ৫ দিন ব্যাপী উদ্যোক্তা মেলা উদ্ভোদন
মুনমুন আক্তার।। সরকারি ভাবে গৃহীত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপনে ঈশ্বরদীতেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর’২৪ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারুণ্যের উৎসব ২০২৫ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। এরই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর’২৪ বিকেলে ঈশ্বরদী ডাক বাংলো মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ৫ দিন ব্যাপী উদ্যোক্তা মেলা। মেলার শুভ উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবীর, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক ও ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক গুরুজী এস এম রাজা, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাত বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, ঈশ্বরদী টিভি রিপোর্টাস ক্লাবের সভাপতি বায়োজিদ বোস্তামী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ,
সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল হোসাইন, অর্থ সম্পাদক রাসেল আলী, সাংবাদিক শহিদুল্লাহ খান, সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা’র বার্তা সম্পাদক ওহিদুল ইসলাম সোহেল সহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও উদ্যোক্তাগণ। মেলার সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে রয়েছেন সামাজিক সংগঠন ঈশ্বরদীয়া’ন এর অন্যতম অভিভাবক শাহারিয়ার অমিত।
শস্য প্রর্বতনা, উবিনীগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরদী উপজেলা, ফুডু, সানন্দা বিউটি পার্লার, পৌষ পার্বন, সাদিয়া’স কিচেন, ফ্যালকোন ক্যাফ এক্স রেস্টুরেন্ট, আরিয়া’স ক্যানভাস, ভ্রমণ কাব্য ট্যুরিজম, ইন্টারভেল ওফেল’স এন্ড স্যাক্স, আদিত্যা’স কালেকশন, আল জান্নাহ স্টোর, ঈশ্বরদীয়া’ন কিচেন, সায়লার রান্নাঘর, কফি এন চিল, জেসমিন’স কেক ওয়াল্ড, মায়া এক্সপোর্ট জোন, পাকশী বুটিক’স কালেকশন, খাঁটি, ফাইনারি ডট কম, লাভলির রান্নাঘর, মাইশা মালিহা বস্ত্রবিতান সহ মোট ৩০ টি স্টোল রয়েছে এই মেলায়।
মেলার বিশেষ আকর্ষণ ব্যতিক্রমধর্মী আকর্ষণীয় পণ্য সামগ্রির পাশাপাশি শিশুদের নাগরদোলা ও প্রতিদিন সন্ধ্যায় সংগীতানুষ্ঠান।
উপজেলা প্রশাসন আয়োজিত এই মেলা সফল ও সার্থক হবে বলে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস আশাবাদ ব্যক্ত করেন।