ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।। ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাহিদ হোসেন(২১) নামের এক যুবক মৃত্যু বরন করেছে।
সে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ইসলাম হোসেনের ছোট ছেলে।
জানাগেছে, গত ৫/৬ দিন আগে নাহিদ জ্বরে আক্রান্ত হলে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে জ্বর না কমায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে। বিষয়টি খুব বেশী জটিল মনে না হওয়ায় বাড়ীতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ ৬ ডিসেম্বর ‘২৫ তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নাহিদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে বিকেল ৩.৩ মিনিটের সময় সে মৃত্যু বরন করে।
এদিকে নাহিদের আকস্মিক অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।