ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
———–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন মন্ডল (৩০) নামের এক যুবক মৃত্যু বরণ করেছে।
সে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়ার মৃত ইউনূস মন্ডলের ছেলে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৩ অক্টোবর’২৫) সকাল আনুমানিক সাড়ে ৮ টায় ঢালারচর রাজশাহী রেলপথে কালিকাপুর ১৭ নং ব্রিজের নিকট।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্লেখিত সময় ও স্থানে মোবাইলের হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপরে বসে গান অথবা গজল শুনছিল ইমরান। এসময় ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে স্বজোরে ধাক্কা লেগে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এদিকে সংবাদ পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পারিবারিক ভাবে কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ইমরানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।