ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদ দাতা।। আজ ২৬ আগষ্ট’২৫ সকাল সোয়া ৮ টায় ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের দক্ষিণ ইয়ার্ডে পাতিবিলের নিকট ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা(৪০)এক ব্যাক্তি নির্মম ভাবে মৃত্যু বরন করেছে।
রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি উল্লেখিত এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত ঐব্যাক্তি লাইন পারাপারের সময় অসাবধানতার কারণে ট্রেনের নিচে কাটা পড়ে সঙ্গে সঙ্গেই মৃত্যু বরন করে।
সংবাদ পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মৃত ব্যাক্তির পরিচয় খুঁজে বের করার জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মৃত ব্যাক্তির ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে।
এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।