ঈশ্বরদীতে টিসিবির মালামাল বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদদাতা।।
ঈশ্বরদীতে টিসিবির মালামাল বিতরণ নিয়ে এক গ্রামের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রবিবার(৮ডিসেম্বর’২৪) দুপুর আড়াইটায় উপজেলার বহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
থানা ও এলাকাবাসী জানিয়েছেন, প্রতিবারের মত টিসিবির মালামাল দিতে ট্রাক নিয়ে আসেন ডিলারের লোকজন। এসময় কার্ডধারী ছাড়াও বেশ কয়েকজন এসে টিসিবির মালামাল নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সাথে তাদের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে আরও লোকজন এলে স্থানীয় সাবেক মেম্বার ওবায়দুল হক গ্রুপ ও এলাকাবাসির মধ্যে সংঘর্ষে বাধে।
সংঘর্ষের সময় মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বহরপুর গ্রামে কয়েকটি বাড়ি ঘরে হামলা- ভাংচুর ও লুটপাট চালায়। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মনিরুল ইসলাম জানান, টিসিবির পণ্য বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসংবাদ লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।