ঈশ্বরদীতে চর দখল নিয়ে সশস্ত্র সংঘর্ষ, ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০
ঈশ্বরদী(পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২৫ এপ্রিল’২৫ সকাল আনুমানিক ১০ টার দিকে ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত এলাকা লক্ষিকুন্ডা ডিগ্রির চরে চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
গুলিবিদ্ধ আহতরা হলো চর কুরুলিয়ার রেকাত আলীর ছেলে পিল্লু (২৬) হাবিবুল ইসলাম হুজুরের ছেলে সোয়াইব হোসেন (২৭) আসিফ(২০) আলম(২৭) ও বাদশা(২১)। অন্যদের পরিচয় জানা যায়নি।
জানাগেছে, ডিগ্রি চরের জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার একটি প্রভাবশালী গ্রুপের সাথে ঈশ্বরদীর একটি গ্রুপের বিবাদ চলে আসছে। সাম্প্রতিক সময়ে সরকারি ভাবে চরের এই জমি লিজ প্রদান করা হয়েছে । এই জমি দখলকে কেন্দ্র করে ঈশ্বরদীর মক্কেল মৃধা ও ইয়াছিন গ্রুপের সাথে কুষ্টিয়ার মুকুল ও কালু গ্রুপের সশস্ত্র সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় উল্লেখিত ৫ জনসহ আরও ৫ জনের গুলিবিদ্ধ হয়ে আহত হবার সংবাদ পাওয়া গেলেও তাদের পরিচয় জানা যায়নি।
সংঘর্ষে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ও স্হানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানিয়েছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোন পক্ষ থেকে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকায় এখনও চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় আবারও বন্দুক যুদ্ধ হবার আশংকা রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।