ঈশ্বরদীতে গ্রীনসিটির চার তলা থেকে পড়ে গিয়ে রুশ নারীর মৃত্যু,জনমনে প্রশ্ন,আত্মহত্যা নাকি হত্যা?
ঈশ্বরদী(পাবনা) উপজেলা সংবাদ দাতা ।।
ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা গ্রীনসিটির চারতলা ভবনের জানালা দিয়ে পড়ে গিয়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৪ ডিসেম্বর’২৪) ভোর ৪টায় গ্রীনসিটির ৯ নম্বর ভবনের ৪২ নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত রাশিয়ান নাগরিক POSHTARUK KSENIIA (৪০) রুপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন।
ঘটনার পর গ্রিনসিটিতে কর্মরত চিকিৎসক সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যু নিয়ে জনমনে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন দাম্পত্য কলহের কারণে স্বামী স্ত্রীর হাতাহাতির এক পর্যায়ে ঐনারী নিজ কামরার জানালা দিয়ে নিচে পড়ে যায়। কেউ বলছেন তার স্বামী ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে।
ঘটনার পর তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীণসিটির সিকিউরিটি সদস্যরা হেফাজতে নিয়েছে।
এদিকে রুশ নারীর লাশ প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল ইসলাম শহীদ ও পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানিয়েছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাবনা প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।