ঈশ্বরদীতে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বন্ধন সমিতির সভাপতি সহাদেব কর্মকার
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।।
ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুল তলা বাজারে গ্রাহকের কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বন্ধন বাণিজ্যিক সমিতির সভাপতি সহাদেব কর্মকার (৪২)। তিনি ব্যবসায়ীদের অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে উপজেলার জয়নগর শিমুলতলা মোড়ের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে দুই ও এক বছর মেয়াদি এ সমিতি গঠন করেন।
ভুক্ত ভোগীরা জানিয়েছেন, সহাদেব কর্মকার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের গুরুপদ কর্মকারের ছেলে ও শিমুলতলা মোড়ে গ্রামীণ জুয়েলার্সের স্বত্বাধিকারী। সোনার ব্যবসার পাশাপাশি তিনি বন্ধন বাণিজ্যিক সঞ্চয় সমিতি নামে একটি প্রতিষ্ঠান খোলেন। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে দুই শতাধিক সদস্য সমিতিতে অন্তর্ভুক্ত করেন। এ সমিতিতে দুই বছরে এক কোটি টাকার বেশি সঞ্চয় হয়।
অভিযোগ উঠেছে যে, সমিতির সদস্যদের অনেকের মেয়াদ পূর্ণ হওয়ায় লভ্যাংশসহ সঞ্চয়ের টাকার জন্য সহাদেবকে বলেছেন। তিনি ফেরত দেওয়ার নামে প্রায় এক মাস ধরে সময়ক্ষেপণ করছিলেন। ১৪ মে কিছু সদস্যের সঞ্চয়ের টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোন বন্ধ। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন বলছে, তিনি কোথায় গেছেন কেউ জানে না।
মিন্টু সরকারসহ অনেক সদস্য বলেন, টাকা সঞ্চয় রেখেছি। মেয়াদ পূর্ণ হলেও সঞ্চয় ও লভ্যাংশের টাকা একাধিকবার ফেরত চেয়েও পাইনি।
অভিযোগকারীরা বলেন, সব গ্রাহকের টাকা মিলে কোটি টাকা ছাড়িয়ে যাবে।
আত্মসাৎ এর উদ্দেশ্যেই সহা দেব লাপাত্তা হয়েছেন।
এদিকে সহাদেব কর্মকারের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ। তবে সহাদেব কর্মকারের স্ত্রী মিতা রানী সরকার বলেন, সহাদেব বাড়িতে নেই। কোথায় গেছেন বলে যাননি।
সলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আসাদুল হক সমিতির টাকা আত্মসাৎ করে সহাদেবের পালিয়ে যাওয়ার বিষয়টি লোকমুখে শুনেছেন বলে জানিয়েছেন । টাকার পরিমাণ কতো তা সঠিক জানেন না তিনি।
সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানিয়েছেন , বিষয়টি আমার জানা নেই। সদস্যদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবুও তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন ।
ঈশ্বরদী উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা জানিয়েছেন, বন্ধন বাণিজ্যিক সমিতি নামে কোনো সঞ্চয় সমিতির নিবন্ধন নেই। নিবন্ধন ছাড়াই অবৈধভাবে এ সমিতি গঠন করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানিয়েছেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।