ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় পৌর এলাকার আর আর পি কমিউনিটি সেন্টারে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শাহীনা আক্তার।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী শিক্ষা অফিসার মোঃ বেল্লাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাবেক সভাপতি এস এম রাজা, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন জনি এবং স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান।
ঈশ্বরদীর মোট ৪৪টি কেজি স্কুলের ৩১৭ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ ধরণের আয়োজন করে আসছে ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
প্রধান অতিথির বক্তৃতায় মোসাঃ শাহীনা আক্তার বলেন, “প্রাথমিক শিক্ষা বিস্তারে নানামুখী বাধা অতিক্রম করে কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনের বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে আজকের এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে।
তিনি পড়াশোনার পাশাপাশি শিশুদের সৎ ও আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সামগ্রী বিতরণ করা হয়।