ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষকের বিদায় ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।।
ঈশ্বরদী উপজেলার চর কুড়ুলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের বিদায় এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকালে উপজেলার চরকুড়ুলিয়া উচ্চ বিদ্যালয় এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি শিপন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব- রফিকুল ইসলাম রকি, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক- মকলেছুর রহমান মজনু , পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, পাবনা জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রাত্তণ ছাত্রছাত্রীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।