ঈশ্বরদীতে করোতোয়ার জন্মদিন উদযাপন
—————–স্টাফ রিপোর্টার——————
দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল ১২ আগষ্ট’২৫ সন্ধায় ঈশ্বরদী প্রেসক্লাবে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান এর সভাপতিত্বে ও ঈশ্বরদী প্রেসক্লাবের সহ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু, সহ সভাপতি হাসানুজ্জামান, সহ সম্পাদক সেলিম সরদার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ,কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজ কল্যান সম্পাদক শহীদুল্লাহ্ খাঁন, এস এম ফজলুর রহমান এর সহধর্মিণী বিউটি রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস,শাহ আলম, সাংবাদিক মাসুদুল ইসলাম মাসুদ, রাসেল আহমেদ, আব্দুস শহীদ, আব্দুস সাত্তারসহ আমন্ত্রিত সুধীজন।
পরে কেককেটে মিষ্টি মুখ করানো হয়। সকল বক্তায় তাঁদের বক্তৃতায় করোতোয়ার ভুয়সী প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।