সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।। গ্রেফতার-৩ ক্ষতি পুষিয়ে নিতে ঈশ্বরদীর সর্বত্র শুরু হয়েছে শীতকালীন সবজি চাষ সিনেমার ঘটনাও ফেল, অবিশ্বাস্য নাটকের জন্ম দিল স্বর্ন ব্যাবসায়ী  মাগুরায় একই পরিবারের ৩ শিশুর মৃত্যু ঈশ্বরদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় গ্রেফতার-১ ঈশ্বরদীতে চাকরী না পেয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মায়ের মৃত্যু ঈশ্বরদীতে উপজেলা প্রশাসন ও পদ্মা নদীর ইজারাদারদের মধ্যে দ্বন্দ্ব চরমে।। উত্তেজনাকর পরিস্থিতিতে আতঙ্কগ্রস্থ এলাকাবাসী পদ্মায় খাজনা আদায়ের জের,গুলি বর্ষনে আহত-২ ঈশ্বরদীতে ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে লাপাত্তা জনতা ব্যাংক ম্যানেজার

ঈশ্বরদীতে উপজেলা প্রশাসন ও পদ্মা নদীর ইজারাদারদের মধ্যে দ্বন্দ্ব চরমে।। উত্তেজনাকর পরিস্থিতিতে আতঙ্কগ্রস্থ এলাকাবাসী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ঈশ্বরদীতে উপজেলা প্রশাসন ও পদ্মা নদীর ইজারাদারদের মধ্যে দ্বন্দ্ব চরমে।। উত্তেজনাকর পরিস্থিতিতে আতঙ্কগ্রস্থ এলাকাবাসী
———————————————-
ডেস্ক রিপোর্ট ।। পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের গ্রেফতার পূর্বক ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রদান এবং নদীতে চলাচলরত নৌযানে অবৈধভাবে খাজনা আদায় বন্ধকে কেন্দ্র করে ঈশ্বরদীর নবাগত উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে।
গত এক সপ্তাহ ধরে এসব কারণে চরম উত্তেজনা বিরাজ করছে ঈশ্বরদীতে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পক্ষ থেকে
নবাগত ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দূর্ব্যবহার, কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পূর্নবাসনের ষড়যন্ত্র এবং গণঅভ্যুত্থানকারীদের অপদস্ত ও হেনস্তার অভিযোগ এনে ঈশ্বরদীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ঈশ্বরদীবাসী। তবে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।

গত মঙ্গলবার, (৭ অক্টোবর’২৫) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনওর বিরুদ্ধে করা মানববন্ধন সংক্রান্ত বক্তব্য ছড়িয়ে পড়লে তিনি লিখিত বিবৃতির মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দেন।
ভুক্তভোগী ঈশ্বরদীবাসীর ব্যানারে আয়োজিত ও স্টেশনরোডে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তৃতা করেন এটি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ নান্নু রহমান, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, আনোয়ার হোসেন জনি, মাহমুদুর রহমান জুয়েল, রবিউল ইসলাম রবি, রাজেশ কুমার সরাফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, নবাগত ইউএনও আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন প্রকার সুবিধা প্রদান করছেন। পদ্মা নদীতে বৈধভাবে ইজারা পাওয়া প্রতিষ্ঠান এটি এন্টারপ্রাইজকে বাদ দিয়ে তিনি নিষিদ্ধ দলের পক্ষ নিচ্ছেন। বক্তারা আরও বলেন, জুলাই বিপ্লবের আগে ইউএনও অন্য কর্মস্থলে থাকাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র ও সাধারণ মানুষের ওপর দমন পীড়ন চালিয়েছিলো। অবিলম্বে ইউএনওর অপসারণ দাবি করে তারা বলেন, অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

এদিকে ইউএনও মোঃ মনিরুজ্জামান তার দেয়া বিবৃতিতে বলেন, ‘আমি ঈশ্বরদীতে যোগদান করার পরপরই আমার বিরুদ্ধে মানববন্ধন হলো, যা অত্যন্ত দুঃখজনক। মানববন্ধনে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কেউ মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে আমার কাছে আসেনি বা আমি কারও সঙ্গে দুর্ব্যবহার করেছি এমন অভিযোগ সত্য নয়।’

তিনি বলেন, ‘গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষকদের অংশগ্রহণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অথচ ওই সরকারি অনুষ্ঠানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুপ্ত মিটিং বলে অপপ্রচার চালানো হয়েছে এবং মানববন্ধনে বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।’

ঘটনার পেছনে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে ইউএনও বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার কয়েকদিন পর জানতে পারি পদ্মা নদীর ইসলামপুর ঘাট ও সাড়াঘাটে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই দিনে ১১টি মামলায় ১১ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। এরপর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়ে যায়। এতে কিছু ব্যক্তি অসন্তুষ্ট হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘সাড়াঘাটে রানাখড়িয়া তরিয়া মহল ঘাটের ইজারা গ্রহীতা নিজে কার্যক্রম না করে অন্যদের সাবলিজ দিয়েছেন। সাবলিজপ্রাপ্তরা নদীপথে চলাচলকারী নৌকায় দুই থেকে তিন হাজার টাকা করে খাজনা আদায় শুরু করলে আমি সেটি বন্ধের নির্দেশ দিই। আইনগত ব্যবস্থা নিতে বলায় ওই চক্রের কিছু সদস্য ক্ষুব্ধ হয়ে মানববন্ধনে অংশ নেয়।’

ইউএনও মানববন্ধনে আনা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আমি সরকারের প্রতিনিধি হিসেবে সততা ও নৈতিকতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবায় নিয়োজিত আছি। ঈশ্বরদীর সাধারণ মানুষ আমার সহযোগী, আমি সবার পাশে থাকতে চাই।

এদিকে এটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সদস্য সচিব মেহেদী হাসান অভিযোগ করেন যে, ইউএনও সাহেব আমাদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করেই আমাদের লিজের কাগজপত্র না দেখেই নদীতে আমাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। যা সঠিক হয়নি।
উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পাল্টাপাল্টি অবস্থান চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!