ঈশ্বরদীতে উদ্ভোধন হলো স্বল্প আয়ের মানুষদের ক্রয় সুবিধার জন্য সুলভ বাজার
এম এন সরদার।। আজ ১৫ মে’২৫ বিকেল ৪ টায় ঈশ্বরদী পৌর এলাকার কাচারীপাড়ায় নিম্ন আয়ের মানুষদের স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ওষুধ কেনার সুযোগ দিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক শপিংমল সুলভ বাজার।
দোয়া ও বিশেষ মোনাজাত শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে সুলভবাজার উদ্বোধন করেন সুলভবাজারের স্বত্বাধিকারী ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান এর মা হেলেনা সামাদ। এর আগে তিনি আবেগ আপ্লূত হয়ে অশ্রু সিক্ত কন্ঠে ছেলের জন্য সকলের নিকট ভুলত্রুটি ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন।
সুলভ বাজারের স্বত্বাধিকারী ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান সূচনা বক্তব্যে বলেন, আওয়ামী সরকারের সময় থেকে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য আকাশচুম্বি হওয়ায় নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। গরীব মানুষ চাহিদা মাফিক খেতে পারতো না। মাছ কিংবা মাংস খাওয়াটা তাদের কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছিল। আবার অসুস্থ্ হলেও ওষুধ সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ওষুধ কিনতে পারতোনা। এসব বিবেচনা করেই অসহায় পরিবারগুলোর কাছে সুলভ মুল্যে খাদ্যসামগ্রি ও ওষুধ তুলে দিতে সেবামুলক প্রতিষ্ঠান হিসেবে সুলভ বাজার প্রতিষ্ঠা করেছি।
এখানে সকল ধরনের ক্রেতা চাহিদা মাফিক পণ্য ক্রয় করতে পরবে।
মেহেদী হাসান আরো বলেন, মানুষ ইচ্ছে করলেই দামের কারণে বড় আকারের এক কেজি মাছ কিনতে পারেন না। আবার এক কেজি গরু কিংবা খাসির মাংসও কিনতে পারেন না। সেইসব পরিবারের কথা বিবেচনা করে২০০/ ২৫০ গ্রাম পর্যন্ত মাছ ও মাংস সুলভ বাজারে বিক্রি করা হবে। একই সঙ্গে সুলভ মূল্যে শিশু খাদ্যেও বিক্রি করা হবে। ব্যাবসায়ীক দৃষ্টি ভঙ্গির চেয়ে সুলভ বাজারে মানুষের সেবা প্রদান করায় হবে মূখ্য উদ্দেশ্য ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা , প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত শত শত মানুষকে মিষ্টিমুখ করানো হয়।