ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।। যথাযত গুরুত্বের সাথে ঈশ্বরদীতে ১০ ডিসেম্বর’২৫ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনের জন্য আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখা সকালে আলোচনাসভা ও র্যালীর আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ,ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান,সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
বিশেষ অতিথি ছিলেন ,সিনিয়র উপদেষ্টা মোঃ হাসানুজ্জামান মোল্লা
।আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি নাদিরা শেখ হেনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ পারভেজ শ্যামল, আইন বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুইটি, কো-অর্ডিনেটর মোঃ ইয়ারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সুলতানা পারভীন মিষ্টি, পাকশী ইউনিয়ন কমিটির প্রধান উপদেষ্টা ইউসুফ আলী সাহ, পাকশী ইউনিয়ন কমিটির সভাপতি হাসিবুর রহমান, পাকশী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান,উপজেলা কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ সায়েদ হোসেন, মোঃ রনি রায়হান, বিনয় কুমার চক্রবর্তী, সজীব হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ বাবুল হোসেন প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।