ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতা মিনহাজ ফকির গ্রেফতার
ঈশ্বরদী উপজেলা সংবাদ দাতা।। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিনহাজ ফকির (৫৫)কে গ্রেফতার করেছে ঈশ্বরদী ফাঁড়ি পুলিশ।
সে সাহাপুর ইউনিয়নের মহাদেব পুর গ্রামের মৃত মানিক ফকিরের ছেলে।
আজ ১৮ জুলাই’২৫ বিকেল সাড়ে টায় শহরের পাবনা রোডের মধ্য অরনকোলা থেকে তাকে করা হয়।
ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হামলা মামলার পলাতক আসামী মিনহাজ ফকির। গোপন সংবাদের ভিত্তিতে মুখে মাস্ক পড়া অবস্থায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
জিজ্ঞাসাবাদের পর আগামীকাল সকালে তাকে পাবনা আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মিনহাজ ফকির ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর ছোট ভগ্নিপতি।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।