ঈশ্বরদীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (২৭ ডিসেম্বর’২৫) বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মারুফ হাসান (২৮), ঈশ্বরদী পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম মোল্লা ওরফে পাঁঠা কালাম (৫৪) এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুলমত হায়দার (৫৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ ও ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আফজাল হোসেন’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়া পাড়া থেকে ওই গ্রামের আলম মন্ডলের ছেলে মোঃ মারুফ হাসানকে গ্রেফতার করে।
অন্যদিকে একই এলাকার করিম মোল্লার ছেলে মোঃ আবুল কালাম মোল্লা ওরফে পাঁঠা কালামকেও গ্রেফতার করে।
এরপর শহরের পূর্বটেংরী আলীবর্দি রোডের মৃত ফকিরুদ্দিন সরদারের ছেলে জুলমত হায়দারকে গ্রেফতার করে।
এদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হামলা মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলো।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুজ্জামানকে জিজ্ঞাসা করা হলে গ্রেফতারকৃতদের কাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা বলতে পারেননি তবে গ্রেফতারকৃতরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হামলা মামলার আসামি বলে নিশ্চিত করেছেন। আজ ২৮ ডিসেম্বর’২৫ গ্রেফতারকৃত উল্লেখিত ৩ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।