আষাঢ় নয়,শ্রাবণ নয়, ভাদ্রের বরিষন।।
———————
এস এম রাজা।। আষাঢ় নয়, শ্রাবণ নয় , ভাদ্রের বরিষন। সকাল সাড়ে দশটা থেকে শুরু চলছে একটানা এখনো পর্যন্ত। আজ ১৭ ভাদ্র ১৪২৭।আষাঢ় শ্রাবণে বরিষণের ইতিকথা শুনে থাকলেও ভাদ্রের এমন বরষার রূপ খুব একটা দেখা গেছে বলে মনে হয় না। এমন দিনে যেমন কর্মজীবী মানুষের হতাশার বাণী শোনা যায় আবার কারো জন্য আনন্দের বার্তাও বয়ে আনে। কেউ শ্বশুরালয়ে মজার মজার খাবার খেয়ে রসনা তৃপ্ত হয় । আবার কেউ বন্ধুদের ডেকে ভুনা খিচুড়ি আর মাংসের আয়োজনের মাধ্যমে উপভোগ করে বর্ষা মুখর দিনটি। কেউ অট্টালিকার জানালায় দাঁড়িয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করে আবার কেউ রাস্তার পাশে বস্তির পলিথিনের চালের নিচে বৃষ্টিতে ভিজে কাঁপতে থাকে আর পরম করুণাময় স্রষ্টার অনুকম্পা প্রার্থনা করে। এইসবই স্রষ্টার অপার নিগূঢ় রহস্য। যা বোঝার শক্তি খুব কম মানুষেরই আছে। প্রকৃতির রূপ সৌন্দর্য লীলা চলছে আদিকাল থেকে চলবে অনন্তকাল ধরে। আর আমরা প্রকৃতির অপার সৃষ্টি হিসেবে আসা-যাওয়ার খেলায় থাকবো মহাব্যস্ত। এভাবেই কেঁটে যাবে আমাদের দিনরাত্রি।