আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস
এস এম দীপ্ত।। আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তানদের পাকবাহিনী ও তার দোসররা ঘৃণ্য হত্যাকান্ডের মাধ্যমে এদিন এক ভয়াবহ বর্বরতার সাক্ষ্য দেয়।
বাঙালি জাতিকে মেধাশূন্য করার অশুভ চক্রান্তে তারা শিক্ষক, বিজ্ঞানী, চিন্তাবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ সহ বহু বুদ্ধিজীবিকে এদিন নির্মমভাবে হত্যা করে। রাজধানীর রায়েরবাজার, ইটখোলা ও মিরপুরের বদ্ধভূমি সহ রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে চোখ বাধা অবস্থায় বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। বিজয় অর্জনের পর থেকেই রাষ্ট্রীয়ভাবে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়ে থাকে। সারা দেশের ন্যায় ঈশ্বরদীতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।