আজ পবিত্র দশ মহরম।। প্রকৃত মুসলমানদের শোকাবহ দিন
———————-
এম এন সরদার।। আজ পবিত্র দশ মহরম, প্রকৃত মুসলমানদের শোকাবহ দিন। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দোহিত্র হযরত ইমাম হুসাইন (রাঃ) এবং তার পরিবারবর্গ ও অনুসারীদের মিথ্যা কথা বলে ডেকে নিয়ে গিয়ে কাফের এজিদ তার সৈন্য বাহিনী দিয়ে আকস্মিকভাবে হামলা চালিয়ে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করে। সেই থেকে সারা দুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমান ধর্ম অবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে আসছে।কারবালার শোকাবহ ঘটনা বহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ । শোকের প্রতীক এর পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালন করা হয় সমগ্র মুসলিম বিশ্বে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও কর্মসূচির মাধ্যমে পবিত্র আশুরা পালন করা হচ্ছে। এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন । আজ সরকারি ছুটির দিন। সারাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল কোরআন খানি বিশেষ দোয়ার মাহফিল ও গরিব মিসকিনদের মধ্যে তবারক বিতরণ ।ঈশ্বরদী সহ সারা বাংলাদেশে ও বাঙালি অধ্যুষিত মুসলমানরা তাজিয়া বের করে দিবস পালন করে আবার বাঙালি মুসলমানদের কেউ কেউ এই দিবসে দেখা যায় কাষেদ বের করে তারা প্রতীকী সেই দিবসটিকে স্মরণ করে।