অস্ত্র উদ্ধার ও ডাকাতি মামলা ডিটেক্ট করায় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আস ম আব্দুন_নূরকে অর্থ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেছেন ডিআইজি, রাজশাহী মহোদয়ের পক্ষে পাবনা জেলার পুলিশ সুপার মোঃ মোর্তোজা_আলী_খাঁন।
২৬ শে জুলাই (শুক্রবার) জেলা পুলিশ পাবনার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে অর্থ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
ঈশ্বরদী_থানার_অফিসার_ইনচার্জ_আব্দুন_নূর কে বিশেষভাবে সম্মানিত করার পেছনে যেসব চৌকস পুলিশ অফিসার বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে রয়েছেন ঈশ্বরদী থানার এসআই বিজন, এএসআই ওবায়দুর, ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার ও পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রেজিনুর। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুন নূর টিমের সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে তাদের দুঃসাহসিক অভিযান ও অক্লান্ত পরিশ্রমের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এদিকে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডিডিপির চেয়ারম্যান, সাপ্তাহিক জংশন সম্পাদক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর ও সংশ্লিষ্ট অফিসারসহ টিমের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।