প্রকাশ্য দিবালোকে কুষ্টিয়ার ফিলিপনগর ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টার।।
গত সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু (৬০)কে প্রকাশ্য দিবালোকে দূর্বৃত্ত কর্তৃক নিজ অফিস কক্ষে গুলি করে হত্যা করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য ও সচিব রাশিদুল ইসলাম।
নিহত চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু ফিলিপনগর বাজারপাড়ার মুতালিব সর্দারের ছেলে।
জানা গেছে, তিনি অনেক আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সচিব রাশিদুল ইসলাম বলেন, সেন্টু চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে বসে কাজ করছিলেন। দুপুরের দিকে প্রথমে জানালা দিয়ে চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করা হয়। এরপর দূর্বৃত্তরা চেয়ারম্যানের কক্ষে ঢুকে আবারও গুলি করে হত্যা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি সদস্য বলেন, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
ঘটনার সত্যতা স্বীকার করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবর রহমান জানান, এলাকায় এখনো চরম উত্তেজনা বিরাজ করছে এবং তা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে সেনা সদস্য ও পুলিশ।
এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।