পাবনায় বিজয় দিবস মেধা সার্চ ২০২০ এর আয়োজন।
পাবনা জেলার সুশীল সমাজের উদ্দ্যাগে আমারা পাবনাবাসীর ব্যানারে পাবনা জেলার সব থেকে বড় এই মেধা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম খান গেদামনির পরিকল্পনায়, অনুষ্ঠান টি পরিচালনায় আছেন Philanthropist সুরুজ্জামান রুদ্র।
পাবনা জেলায় অবস্থিত সকল স্কুলের ৩য় হতে ১০ শ্রেণীর সকল ছাএ ছাএী অংশ গ্রহণ করতে পারবে।
৩য় থেকে ৫ম শ্রেণীর জন্য চিএাঙ্কন প্রতিযোগিতা। বিষয় নিজের স্কুলের ছবি অঙ্কন করো। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর জন্য রচনা লিখন- এক জন বীর মুক্তিযোদ্ধার আত্মজীবনী। ৮ম, ৯ম ও ১০ শ্রেণীর জন্য রচনা লিখন – নৈতিক সমাজ গঠনের প্রযোজনীয়তা।
প্রতিটি বিভাগে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে, প্রথম পুরস্কার একটি ল্যাপটপ, ২য় পুরস্কার স্মার্ট ফোন, ৩য় পুরস্কার নগদ সহ সেরা ১০ জন কে দেওয়া হবে সম্মাননা স্মারক, ২০ নভেম্বর ২০২০ থেকে ২০ ডিসেম্বর ২০২০ পর্যন্ত গ্রুপঃ ভোরের শিশির (৩য় থেকে ৫ম) pabna1313@gmail.com idealtalks44@gmail.com
গ্রুপ ঃ পদ্মা ও যমুনা ঃ amarpabna44@gmail.com
globalbangladesh71gmail.com এই ঠিকানায় মেইল করা যাবে। নিয়মাবলি ঃ
প্রতিযোগিকে তার চিএাঙ্কন বা রচনা পাঠানোর আগে স্কুলের যে কোন শিক্ষক এর সাক্ষর নিতে হবে আলাদা কাগজের নিজের নাম রোল সহ পুরো ঠিকান লিখে মোবাইলে ছবি তুলে অথবা স্ক্যান করে মেইল করতে হবে।
globalbangladesh71gmail.com
globalbangladesh71gmail.com